শিক্ষকের ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

দৈনিকশিক্ষা ডেস্ক |

বাসায় খাবার যা ছিল, তা ফুরিয়ে গেছে। বাইরের হোটেল-রেস্তোরাঁগুলোও বন্ধ। শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামকে ফোন করলেন তিনি। ইউএনও ফোন ধরতেই অপর প্রান্ত থেকে পরিচয় দেন তিনি একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক। ইউএনও ফোন পেয়েই ওই শিক্ষকের বাড়িতে রান্না করা খাবার ও খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক দৈনিক শিক্ষাকে জানান, পেটে দেয়ার মতো কোনো খাবার তাঁর ঘরে নেই। বেতনের টাকাও শেষ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ও দুপুরে ভাত খেতে পারেননি। ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিলেন। টেকনাফ পৌরসভার একটি ভাড়া বাসায় থাকেন তিনি। খাওয়াদাওয়া করতেন হোটেলে। এখন হোটেল বন্ধ থাকায় তিনি ঠিকমতো খেতে পারছেন না। তাই বাধ্য হয়ে ইউএনওকে ফোন করেন। ফোন পেয়ে ইউএনও গতকাল রাত আটটার দিকে টিফিন ক্যারিয়ারে করে ভাত, ডাল, ডিম ও আলুর তরকারি পৌঁছে দিলেন ওই শিক্ষকের কাছে। সেই সঙ্গে তাঁকে রান্না করে খাওয়ার জন্য আট কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, এক কেজি আলু, ৫০০ গ্রাম তেল ও ১২টি ডিম দেয়া হয়েছে।

ওই শিক্ষক জানান, ‘সাধারণ ছুটিতে মাদারীপুরে গ্রামের বাড়িতে যাইনি। ভেবেছিলাম একটি টিউশনি করে চলব। কিন্তু সেই অবস্থাও নেই। এরই মধ্যে খাবার শেষ হওয়ায় রাতে ইউএনও স্যারকে ফোন করার সঙ্গে সঙ্গে তিনি আমার খাবার ব্যবস্থা করে দিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা শুরু থেকে লোকজনকে ঘরে থাকতে বলে এসেছি। প্রয়োজনে খাবার আপনার ঘরে পৌঁছে যাবে বলে আমরা জানিয়েছি। সে অনুযায়ী আমি সরকারি নির্দেশনা পালন করছি মাত্র।’


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0048248767852783