দৈনিক শিক্ষাডটকম, কুষ্টিয়া : কুষ্টিয়ার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদের মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় এলাকায় সমালোচনা শুরু হয়েছে। কয়েক দিন আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দিয়েছেন তিনি।
১৪ সেকেন্ডের ভিডিওটি এ প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা গেছে, শিক্ষক হারুন অর রশিদ একটি খোলা স্থানে বসে বোতলের মুখ খুলে হাসতে হাসতে চুমুক দিচ্ছেন। এ সময় আশপাশে আরও কয়েকজন ছিলেন। এ দৃশ্য কেউ মোবাইল ফোনে ধারণ করে ছেড়ে দিয়েছেন বলে স্বীকার করেছেন এ শিক্ষক।
হারুন অর রশিদ কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি গত ১২ জানুয়ারি আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। হারুন অর রশিদ বলেন, ‘ভিডিওটি কয়েক মাস আগের। তবে এ বিষয়ে আমার কিছু বলার নেই।’ এলাকার অনেকের অভিযোগ, তিনি নিয়মিত মাদক সেবন করেন।
একজন অভিভাবকের ভাষ্য, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তিনি যদি মাদকসেবী হন, তাহলে তাঁর কাছে কেউ নিরাপদ নয়। তাঁর বিচার হওয়া উচিত। বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির (বিএমপিসি) সভাপতি হাসিবুর রহমান রিজু বলেন, একজন শিক্ষক মাদকসেবী হলে তা অত্যন্ত দুঃখজনক। জাতি তাঁর কাছ থেকে কী আশা করবে?
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক সেবনের বিষয়টি তাঁর নজরে এসেছে। থানায় মামলা হলে তারা ব্যবস্থা নেবেন। কে মামলা করবে– জানতে চাইলে তিনি বলেন, যাদের সমস্যা হবে, সংক্ষুব্ধ হয়ে তারা মামলা করবে।