শিক্ষক নিবন্ধনের ফল জুলাইয়ে

রুম্মান তূর্য |

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী জুলাই মাসে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয়া লক্ষাধিক প্রার্থীর খাতা এনটিআরসিএ কার্যালয়ে আসতে শুরু করেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষা নেয়ার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরো ১৫ দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বপরি ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। বিধান অনুযায়ী ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ৬০ দিন পূর্ণ হবে আগামী ৪ জুলাই।

প্রসঙ্গত, করোনা মহামারির প্রকোপে সব বন্ধ থাকায় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে প্রায় এক বছর সময় লেগেছিলো। 

১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান গতকাল সোমবার দুপুরে দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের বিধান আছে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার। সে লক্ষ্য নিয়েই কাজ চলছে।
তিনি আরো বলেন, বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলো থেকে খাতা আসতে শুরু করেছে। এসব খাতা পরীক্ষকদের কাছে পাঠানো হবে। সেগুলো দেখা শেষে ফেরত এনে ফল প্রস্তুত করা হবে। এসব কাজে কিছুটা সময় লাগবে। খাতা দেখা ও ফল প্রক্রিয়ায় কতটুকু সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। তবে, আশা করছি বিধি অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা যাবে।   

গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী। গত ৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৫৬০ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেলেও ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী এ পরীক্ষা দিয়েছিলেন। 

 


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষক নিয়োগ : জটিলতায় পড়া ৫৫ প্রার্থীকে প্রাথমিক সুপারিশ - dainik shiksha শিক্ষক নিয়োগ : জটিলতায় পড়া ৫৫ প্রার্থীকে প্রাথমিক সুপারিশ প্রস্তাবিত বাজেটে শিক্ষা কোথায় - dainik shiksha প্রস্তাবিত বাজেটে শিক্ষা কোথায় সরকারিকরণ দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিন ধর্মঘটের ঘোষণা - dainik shiksha সরকারিকরণ দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিন ধর্মঘটের ঘোষণা ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ হতে পারে আজ - dainik shiksha ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ হতে পারে আজ কলেজছাত্রকে সিগারেটের ছ্যাঁকা, ৫ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা - dainik shiksha কলেজছাত্রকে সিগারেটের ছ্যাঁকা, ৫ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা শিক্ষকের বিরুদ্ধে ১০ ছাত্রীকে মলমূত্র খাইয়ে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষকের বিরুদ্ধে ১০ ছাত্রীকে মলমূত্র খাইয়ে নির্যাতনের অভিযোগ আইন লঙ্ঘন : শ্রম আদালতে হাজিরা দিলেন ড. ইউনূস - dainik shiksha আইন লঙ্ঘন : শ্রম আদালতে হাজিরা দিলেন ড. ইউনূস শিক্ষায় সহ-শিক্ষাক্রমিক কার্যাবলির প্রয়োজনীয়তা - dainik shiksha শিক্ষায় সহ-শিক্ষাক্রমিক কার্যাবলির প্রয়োজনীয়তা বোরকা পরায় ছাত্রীকে গালি, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ - dainik shiksha বোরকা পরায় ছাত্রীকে গালি, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ তীব্র গরম : হাইস্কুল সংযুক্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ - dainik shiksha তীব্র গরম : হাইস্কুল সংযুক্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ please click here to view dainikshiksha website Execution time: 0.0026860237121582