সপ্তদশ শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে না পারা প্রার্থীদের জন্য সুখবর দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তপক্ষ (এনটিআরসিএ)। যেসব প্রার্থী ভাইভা দিতে না পেরে এনটিআরসিএতে আবেদন করেছেন তারা ফের মৌখিক পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। আগামী ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে ওই প্রার্থীদের ভাইভা নেয়া হবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ।
পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য ড. মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভাইভা দিতে না পেরে যেসব প্রার্থী এনটিআরসিএতে আবেদন করেছেন তাদের মোবাইলে টেলিটক থেকে এসএমএস পাঠিয়ে পরিবর্তিত তারিখের বিষয়ে জানানো হবে। পূর্ব নির্ধারিত তারিখের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে তার প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ডের মূল কপিসহ এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হলো।
এনটিআরসিএ আরো জানিয়েছে, শিক্ষক নিবন্ধনের ভাইভার তারিখ পরিবর্তনের জন্য যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন প্রত্যাহার করে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের পুনরায় মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার প্রয়োজন নেই।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।