শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষাশেষে প্রার্থীদের ক্ষোভ

সাঈদ হোসেন |

চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষাশেষে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন একাধিক চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছি, পাস করছি, সার্টিফিকেটও পাচ্ছি। কিন্তু চাকরি হচ্ছে না। এ নিয়ে আমরা খুবই হতাশ।

ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষাশেষে একাধিক পরীক্ষার্থী তাদের ক্ষোভের কথা দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন।

খুলনা থেকে রহমান মুস্তাফিজ টেলিফোনে বলেন, প্রতিটি পরীক্ষায় আবেদন ও যাতায়ত বাবদ কত টাকা খরচ করতে হয় তা বেকারমাত্রই জানেন। এরপর পাস করে চাকরির জন্য আদালতের দারস্থ হতে হয়। সর্বত্র অদক্ষতা আর অবহেলার ছাপ ষ্পষ্ট।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হq শনিবার (৯ই ডিসেম্বর)| দেশের আটটি বিভাগীয় শহর রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল,সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে আজকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজকের পরীক্ষায় কলেজ পর্যায়ের ১ লাখ ৫ হাজার ১৮১ জন চাকরি প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। সারাদেশে সুষ্ঠুভাবেই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, গত ৩১শে অক্টোবর চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে স্কুল পর্যায়ে ১ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয় লিখিত পরীক্ষার জন্য।

প্রসঙ্গত, এনটিআরসিএ-এর নামে একাধিক মামলা থাকায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সমূহে এনটিআরসিএ অধীনে নিয়োগ পরীক্ষা দিয়ে সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীদের নিয়োগ বন্ধ রয়েছে। নিয়োগের দাবিতে গত ১০ই অক্টোবর ত্রয়োদশ নিবন্ধনধারীরা রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে অবস্থিত এনটিআরসিএ অফিসের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।

মামলা সংক্রান্ত জটিলতায় ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ হচ্ছে না বলে সেদিন আন্দোলনকারীদের জানিয়েছিলেন এনটিআরসিএ চেয়ারম্যান এ এম এম আজহার।

এদিকে ত্রয়োদশ পরীক্ষায় উত্তীর্ণরা এককভাবে নিয়োগ চান। কিন্তু ১ম থেকে দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ ও নিবন্ধনধারীরা তাদের নিয়োগ না দিয়ে ত্রয়োদশ নিবন্ধনধারীদের নিয়োগ বন্ধে হাইকোর্টে একাধিক রিট আবেদন দাখিল করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে চেয়ারম্যান জানান। ২০০৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় প্রথম নিবন্ধন পরীক্ষা। সেই পরীক্ষা ছিলো শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রাক-যোগ্যতা অর্জনের। একইভাবে ১২তম পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০১৫ খ্রিস্টাব্দে সরকার সিদ্ধান্ত নেয় ত্রয়োদশ পরীক্ষা থেকে পিএসসির আদলে পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি, পরে লিখিত ও শেষে মৌখিক। নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত এই পরীক্ষাটি নেবে এনটিআরসিএ। সেভাবেই পরীক্ষা ও ফল প্রকাশ হয়।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0047578811645508