শিক্ষক নিয়োগে দুর্নীতি : সহকারী প্রধান শিক্ষক কারাগারে

যশোর প্রতিনিধি |

যশোর মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও জালিয়াতির মামলায় আত্মসমর্পণ করা সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। একইসাথে অপর আসামি এমদাদুলের জামিন মঞ্জুর করা হয়েছে। 

গতকাল সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। নারায়ণ চন্দ্র বিশ্বাস মণিরামপুরের পাঁচকাটিয়া গ্রামের মৃত হারান চন্দ্র বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ২০২০ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছিলেন অভিভাবক সদস্য বোলপুর গ্রামের আব্দুল ওহাব আলী। মামলায় আসামি করা হয় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন ও প্রধান শিক্ষক রেজাউল হক মালিথাকে। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে জালিয়াতি করে পত্রিকা তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

আদালতের তৎকালীন বিচারক অভিযোগটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের আদেশ দিয়েছিলেন। এ মামলার তদন্ত শেষে দুদকের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন ছয়জনকে অভিযুক্ত ও একজনের অব্যাহতি চেয়ে গত ৪ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিট দেন।

অভিযুক্ত আসামিরা হলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক মালিথা, নিয়োগ কমিটির সদস্য সচিব জিলা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সদর উপজেলার তৎকালীন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মো. জাহাঙ্গীর হোসাইন মিঞা, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইসহক আলী, সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস ও সহকারী শিক্ষক ইমদাদুল হক। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলনের অব্যাহতির আবেদন করা হয় চার্জশিটে।

গত ১৮ সেপ্টেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ চার্জশিটের ওপর শুনানি শেষে শহিদুল ইসলামকে অব্যাহতি ও অপর আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বিষয়টি জানার পর তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তী জমিন নিয়েছেন। গতকাল সোমবার আসামি নারায়ণ চন্দ্র ও এমদাদুল হক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে এমদাদুলের জামিন মঞ্জুর ও নারায়ণ চন্দ্রের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043919086456299