দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় দেশের শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠান প্রধানদের সংগঠন বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদ। পরিষদ মনে করছে, শিক্ষক নিয়োগ বিলম্বিত হওয়ায় যখন সারাদেশে স্কুল-কলেজগুলোতে ক্লাস নিতে কষ্ট হচ্ছে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তখন নিয়মিত লেখালেখি, টকশো, কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয়াসহ দ্রুত নিয়োগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম।
বৃহস্পতিবার সকালে পাঠানো এক বার্তায় বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের পক্ষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজধানীর বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাবুল দৈনিক আমাদের বার্তা-দৈনিক শিক্ষাডটকমকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
ওই বার্তার প্রতিষ্ঠান প্রধানদের সম্পাদক মজিবুর রহমান বাবুল বলেন, শূন্যপদে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগ বিলম্বিত হওয়ায় সারাদেশে স্কুল কলেজগুলোতে যখন ক্লাস নিতে কষ্ট হচ্ছে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তখন দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তা নিয়মিত লেখালেখি, কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয়াসহ দ্রুত নিয়োগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের পক্ষ থেকে দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক এবং দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান খান, সিনিয়র রিপোর্টার মুরাদ মজুমদার ও সিনিয়র রিপোর্টার রুম্মান তূর্য ভাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য নিরসন ও শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় সারাদেশের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নিয়ে বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুলসহ কেন্দ্রীয় কমিটির নেতারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের যথাক্রমে ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেড দেয়া, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকরি জীবনে দুটি উচ্চতর স্কেল দেয়ার সুস্পষ্ট ঘোষণা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া, বদলি ব্যবস্থা চালু করা এবং প্রতিষ্ঠান প্রধানদের অবসরের বয়স ৬২ বছর করাসহ নানা দাবি আদায়ে সোচ্চার আছেন। শিক্ষক নিয়োগ বিলম্বিত হওয়ায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট দেখা দেয়ার পর পরিষদের পক্ষ থেকেও দ্রুত শিক্ষক নিয়োগের দাবিও জানানো হয়েছিলো।
নানা চড়াই-উতরাইয়ের পর গতকাল বুধবার রাতে ২৭ হাজার ৭৪ জন নির্বাচিত প্রার্থীকে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।