চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ৩২ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের ভি-রোল ফরম অনলাইনে পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত ভি-রোল ফরম পূরণের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা। এর আগে ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণের সময় থাকলেও তা বাড়ানো হলো।
বৃহস্পতিবার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষাতত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর ভি-রোল ফরম অনলাইনে দাখিল করার সময় ৩১ মে পর্যন্ত নির্ধারিত ছিলো। সে সময় ১৫ জুন রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভি-রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।