বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ৬৮ হাজারের বেশি শিক্ষক পদে নিয়োগ দেয়ার কথা থাকলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় ৩৫ হাজারের বেশি পদ শূন্যই রয়ে গেছে।
এদিকে সুপারিশ না পাওয়া প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তুলছেন। সুপারিশ না পাওয়া বেশ কয়েকজন প্রার্থীর অভিযোগ, মেধারভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার কথা থাকলেও জাতীয় মেধাতালিকায় তাদের থেকে পেছনে থাকা প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন। মঙ্গলবার দুপুরে এনটিআরসিএ কার্যালয়ের সামনে দৈনিক শিক্ষাডটকমের কাছে এসব অভিযোগ তুলে ধরেন তারা।
যদিও প্রার্থীদের এসব অভিযোগ মানতে নারাজ এনটিআরসিএর কর্মকর্তারা। তারা বলছেন, প্রার্থীরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার নম্বরের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছেন। যদিও প্রার্থীদের অভিযোগ নিয়ে ফল প্রক্রিয়ার দায়িত্বে থাকা টেলিটকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তারা।
বিস্তারিত ভিডিওতে
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন