শিক্ষক ফ্রন্টের আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক |

আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সর্বাধিক সুবিধা নেওয়া নেতাদের সংগঠন ‘জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট’ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংবাদ সম্মেলনে দেশব্যাপী আন্দোলনের কর্মসুচি ঘোষণা করবেন বলে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করেছেন।

ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করা হয়, ‘শিক্ষায় উল্লেখযোগ্য বিভিন্ন অর্জন সত্ত্বেও শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রদানের বেলায় সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় অধিকাংশ ক্ষেত্রে সময়োচিত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

সদ্য চালু করা এনজিওর মালিক ও শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত এক সভায় গৃহীত প্রস্তাবে অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অষ্টম পে-স্কেলে বেতন ভাতা প্রদানের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, নিয়মিত পদোন্নতি, যোগ্য শিক্ষক কর্মচারীদের এমপিও প্রদান নীতিমালা প্রকাশ, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, চালুকৃত বিভিন্ন নতুন বিষয়ের শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিতকরণ, কর্মচারীদের চাকরিবিধি বাস্তবায়নের দাবি জানানো হয়।

বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের কমিটি প্রসঙ্গে সভায় বক্তাগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে শেখ অধ্যক্ষ হয়েছিলেন কাজী ফারুক।শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে ধরা পড়ার পর চাকুরিচ্যুত হন। ২০০৯ খ্রিস্টাব্দে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিযুক্ত হন। লাখ লাখ টাকা এদিকসেদিক করায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে। জাতীয় শিক্ষানীতি কমিটির সদস্য হয়ে সরকারি টাকায় জ্ঞানার্জনের জন্য সুদূর বিলাত গমন করেন স্বপরিবারে। তবে, তার কোনও পরামর্শ শিক্ষানীতি কমিটির কাজে লাগেনি।

শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সদস্য-সচিব থাকাকালে কোটি কোটি টাকা লোপাট করেছেন যা শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে ধরা পড়েছে। তদন্ত প্রতিবেদনের কপি  দৈনিকশিক্ষাডটকমের হাতে রয়েছে।



পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030510425567627