শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ফের ই-রেজিস্ট্রেশনের সুযোগ দিতে বাধ্য হয়েছে এনটিআরসিএ । ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম আবার চলমান থাকবে। এই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা শিক্ষক শূন্যপদের চাহিদা দিতে পারবেন।
বুধবার (২৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিপুল সংখ্যক প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের বাইরে ছিলো। এ নিয়ে দৈনিক শিক্ষাডটকম-এ প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে শিক্ষা মন্ত্রণালয়ের। নির্দেশ দেওয়া হয় এনটিআরসিএকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) থেকে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিলো। যেহেতু, এনটিআরসিএ ৬ষ্ঠ ই-রিকুজিশনের সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে আগামী তিন বছরের শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী ৩০ নভেম্বর থেকে পুনরায় চালু হয়ে ৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। এই সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, যেসব প্রতিষ্ঠান ৩০ অক্টোবরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্নপূর্বক অনলাইনে চাহিদা (e-Requisition) ও ফি দিয়েছে তাদেরকে নতুন করে ই-রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।