শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক করতে সহায়তা চেয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সরকার ইতিমধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নিয়েছে। এ অবস্থায় অল্প সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আবার শুরু হওয়া দরকার। এটা করতে শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা চেয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১।

রোববার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এ দাবি জানায়।

 

বিবৃতিতে বলা হয়, ‘আন্দোলনকারী ছাত্রদের হাতে বাংলাদেশের যে জাতীয় পতাকা শোভা পেয়েছে, এ দেশের মুক্তিযোদ্ধারাই সেটার রূপকার। ছাত্র আন্দোলনের বাতাবরণে দেশের মুক্তিযুদ্ধ ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর অনুপ্রবেশ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ অবস্থায় অল্প সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আবার শুরুর আহ্বান জানাই। ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাই, তাঁরা যেন সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধারে সর্বাত্মক সহায়তা করেন। কারণ, সরকার ইতিমধ্যে তাঁদের প্রায় সব মৌলিক দাবি মেনে নিয়েছে।’

প্রতিটি হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানিয়ে কমান্ডারস ফোরামের বিবৃতিতে বলা হয়, ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রীয় সম্পদগুলো কোনো দল বা সরকারের নয়, সেগুলো রাষ্ট্র বা বাংলাদেশের মানুষের। মনে রাখা দরকার, বীর মুক্তিযোদ্ধারা কোনো কোটা বা স্বার্থের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেননি।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর বিবৃতিতে কার্যনির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মো. নূরুল আলম, সহসভাপতি ম হামিদ, দপ্তর সম্পাদক মো. আবু সাঈদ, এ কে এম সহিদুল হক, ডা. আমজাদ হোসেনসহ আরও অনেকে সই করেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল - dainik shiksha ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার - dainik shiksha শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর - dainik shiksha মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ - dainik shiksha নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে - dainik shiksha ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র - dainik shiksha ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0056099891662598