ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জালিয়াতির মাধ্যমে তিন বছর ধরে দুজনের শিক্ষাবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ খ্রিষ্টাব্দে প্রিয়ন্তি মজুমদার ও জবা দেবনাথ নামে দুই শিক্ষার্থী উপজেলা সমাজসেবা কার্যালয়ের দলিত সম্প্রদায়ের শ্রেণিভুক্ত শিক্ষা উপবৃত্তির আওতাভুক্ত হয়। প্রিয়ন্তি তৃতীয় শ্রেণিতে এবং জবা অষ্টম শ্রেণিতে থাকতে এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে। কিন্তু গত তিন বছর ধরে তারা শিক্ষাবৃত্তির টাকা না পেয়ে বিভিন্ন সময়ে উপজেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করলে বলা হয়, এখনো কোনো ভাতা আসেনি।
পরে গত বৃহস্পতিবার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ব্যাংক এশিয়া শাখায় গিয়ে ওই দুই শিক্ষার্থীর অভিভাবক জানতে পারেন, তাদের টাকা জালিয়াতি করে অন্য কোনো পক্ষ তুলে নিয়েছে। শিক্ষাবৃত্তির ভাতার জন্য খোলা ব্যাংক হিসাব নম্বরে ওই দুই শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম এবং ঠিকানা ঠিক থাকলেও তাদের ছবি ও আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরিবর্তন করে ২০২১ খ্রিষ্টাব্দ থেকে ভাতার টাকা তুলছে অন্য কেউ। ওই শিক্ষার্থীদের প্রায় ৪০ হাজার টাকা তুলে নেয় চক্রটি।
শিক্ষার্থী প্রিয়ন্তির মা সন্ধ্যা রানী মজুমদার বলেন, ‘প্রায় ১৭ হাজার টাকা ব্যাংক এশিয়া শাখার মাধ্যমে অন্য কেউ তুলে নিয়ে গেছে।’
আরেক শিক্ষার্থী জবার মা কণিকা দেবনাথ বলেন, ‘আমার মেয়ের প্রায় ২১ হাজার টাকা অন্য কেউ তুলেছে।’
ব্যাংক এশিয়ার নাসিরনগরে দায়িত্বপ্রাপ্ত ব্যবসায়িক কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। যারা প্রকৃত ভাতাভোগী, তারা যেন এ ভাতা ফিরে পায়, সে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুনির ভূঁইয়া বলেন, ‘এমন অভিযোগ আমরা আরও পেয়েছি। ভাতার টাকা দেওয়ার কাজগুলো ব্যাংক এশিয়া করে। তবে আমাদের সার্ভারে তাদের নাম-ঠিকানা ঠিক আছে।’