শিক্ষাভবনে নারী কর্মকর্তার নীরব কান্না

নিজস্ব প্রতিবেদক |

দুর্নীতি-অনিয়মের দূর্গ-খ্যাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন নারী কর্মকর্তার নীরব কান্না শুনছেন না কেউ। শিক্ষা ভবনের ৬ষ্ঠ তলার একটি কক্ষে বসেন বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের এই নারী কর্মকর্তা।

শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী সহকর্মীদের সঙ্গে যা বলা বা করা যায় না তা-ই করা হয়েছে এই নারী কর্মকর্তার সঙ্গে। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি শিক্ষা অধিদপ্তরেরই একজন স্থায়ী কর্মকর্তা। একজন প্রকৌশলীও বটে! বিএসসি ইঞ্জিনিয়ার এবং এলএলবি দুটো সনদই রয়েছে তার।  অভিযুক্তের কক্ষের সামনে কাগজে লেখা নেমপ্লেটে লেখা রয়েছে “ফোকাল পয়েন্ট কর্মকর্তা’।

জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে সংঘটিত অনভিপ্রেত ওই ঘটনাটি এক কান দুই কান করে দপ্তরের শীর্ষ ব্যক্তি পর্যন্ত সবাই জেনেছেন। কিন্তু শাস্তিমূলক কোনো ব্যবস্থার খবর নেই এ প্রতিবেদন লেখা পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একজন পরিচালক বলেন, ‘গত সপ্তাহে হঠাৎ ডাক পড়লো ডিজি স্যারের রুমে। ভাবলাম কিছু একটা জটিল বিষয় আলোচনা করবেন স্যার। কিন্তু ডিজি স্যার যা বললেন তার সারমর্ম এই যে, ‘ইদানিং কতিপয় সিনিয়র কর্মকর্তা জুনিয়র সহকর্মীদের সঙ্গে অনভিপ্রেত আচরণ করছে যা কারো কাম্য নয়।

এদিকে প্রায় তিন মাস আগে শিক্ষা ভবনের ৬ষ্ঠ তলার একজন নৈশ প্রহরীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন একজন নন-ক্যাডার কর্মকর্তা। অফিসের কাজে শিক্ষা অধিদপ্তরে এসে অনভিপ্রেত ওই ঘটনার সম্মুখীন হন তিনি। প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দেন মহাপরিচালক বরাবর। ওই ঘটনার একমাস পরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দিতে গড়িমসি করছেন অধিদপ্তরের উপ-পরিচালক মো: নাসির হোসেন। অভিযুক্ত নৈশ প্রহরী দিনের বেলায় পিওন পদে চাকরি করছেন।

 

 


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027468204498291