প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে উপবৃত্তি থেকে পাওয়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও হালনাগাদের সুযোগ আজ সোমবার (৩১ জুলাই) শেষ হচ্ছে। তবে আগামী ৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ফের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও হালনাগাদ করার সুযোগ দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ইউনিক আইডি প্রকল্পের সফটওয়্যারে এন্ট্রি করতে হবে শিক্ষকদের। নির্ধারিত সময়ে ডাটা এন্ট্রির কাজ শেষ না হওয়ায় ফের তথ্য এন্ট্রি ও হালনাগাদ করার সুযোগ দেয়া হয়েছে।
সোমবার বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের অধীনে প্রাথমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইউনিক আইডি দেয়ার লক্ষ্যে তথ্য হালনাগাদ ও এন্ট্রি কার্যক্রম চলছে, যা ৩১ জুলাই শেষ হবে। নির্দিষ্ট সময়ে ডাটা এন্ট্রির কার্যক্রম শেষ না হওয়ায় আগামী ৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো। এ সময়ের মধ্যে আবশ্যিকভাবে সব শিক্ষার্থীর তথ্য প্রকল্পের সফটওয়্যারে এন্ট্রি শেষ করতে হবে।
অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকদের পাঠানো আদেশে ডাটা এন্ট্রির কাজ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বলেছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।