শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ১০

রংপুর প্রতিনিধি |

নিয়ম বহির্ভূতভাবে ভর্তি ও পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায় ও বেতন বাড়ানোর প্রতিবাদে রংপুরের এক কলেজে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ স্থলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ সরকারি কলেজে এই হামলার ঘটনা ঘটে।

এতে আন্দোলনরত ১০ শিক্ষার্থী আহত এবং কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। হামলার সময় হামলাকারীদের ভয়ে তিন সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেয়। এ সময় সেখানে ছাত্রলীগের নেতারা হট্টোগোল তৈরি করলে পুলিশ ওই শিক্ষার্থীদের সেখান থেকে উদ্ধার করেন।

জানা গেছে, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ কলেজটি সরকারি হওয়ার পরেও বেসরকারি নিয়মে ভর্তি, বেতন ও পরীক্ষার ফি আদায়সহ অন্যান্য ফি নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি নিয়মে অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিল শেষে শহিদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। বেলা ১২টায় কলেজ অধ্যক্ষ আব্দুস ছাত্তার সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে সমাবেশ স্থলে যান। সমাবেশ শেষ হলে কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সিনিয়র সহ সভাপতি শারাফাত হোসেন সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ আকাশের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আলী আহসান, হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান কবির, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইমতিয়াজ আহম্মেদসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় অধ্যক্ষ আব্দুস ছাত্তার বাধা দিতে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে লাঞ্ছিত করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আলী আহসান জানান, ‘অধ্যক্ষ স্যার আমাদের সমাবেশ স্থলে এসে দাবি মেনে নেয়ার ঘোষণা দেন। আমরা খুশি হয়ে তাৎক্ষণিক সেখানে একে অপরের সাথে মিষ্টি মুখ করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর যেভাবে হামলা চালিয়েছে। এ ঘটনার পর থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এদিকে, হামলার বিষয়টি অস্বীকার করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আমাদের না জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা সমাবেশের ব্যানার তৈরি করেছিল। এ নিয়ে আমরা কয়েকজন সেখানে তাদের কথা বলেছি। কারো সাথে আমাদের কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।’

হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার জানান, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় আমি তাদের বাধা দিতে গিয়ে আঘাত পেয়েছি।’

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া জানান, ‘সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ স্থলে ছাত্রলীগেরও সমাবেশ ছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করতে গেলে সেখানে তাদের সাথে ছাত্রলীগের হাতাহাতি হয়েছে। অধ্যক্ষের রুমে আশ্রয় নেয়া আতঙ্কিত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে আমরা পরিবারের কাছে দিয়েছি। এখন কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0026149749755859