যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন শিক্ষার্থীদের ৩ হাজার ৯০০ কোটি ডলারের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, সংশোধিত ইনকাম-ড্রিভেন রিপেমেন্ট (আইডিআর) পরিকল্পনার আওতায় ৮ লাখ ৪ হাজার জনের বেশি ঋণগ্রহীতার জন্য ঋণ মওকুফ করা হচ্ছে।
বিবিসি বলছে, আইডিআর কর্মসূচির আওতায় নিম্ন আয়ের ঋণগ্রহীতাদের কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে তা নির্ধারণ করে দেওয়া হয় এবং তাদের জন্য নির্ধারিত বছরের পর বাকি অর্থ মওকুফও করা হয়।
যুক্তরাষ্ট্র সরকার প্রথম ২০২২ সালের এপ্রিলে আইডিআর পরিকল্পনায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল। একজন শিক্ষার্থীকে ঋণের ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করার পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু সুপ্রিম কোর্ট গত মাসে এ সিদ্ধান্ত আটকে দেয়। আদালতের রায় ঘোষণার পরই বাইডেন শিক্ষার্থীদের ঋণ মওকুফ করার ভিন্ন উপায় খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, আজকের সিদ্ধান্ত একটি পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা আরেক পথে যাব। যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ঋণগ্রহীতারা ২০ কিংবা ২৫ বছর ধরে মাসিক আইডিআর পেমেন্ট দিয়ে থাকলে ঋণ মওকুফ পাবেন।