শিক্ষার্থীদের এককালীন অর্থ বরাদ্দ দেয়ার দাবিতে বাকৃবি ছাত্র ফ্রন্টের মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি |

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন অর্থ বরাদ্দ দেয়ার দাবিসহ ৩ দফা দাবিতে অনলাইন মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (১৫ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মানববন্ধন করে সংগঠনটির বাকৃবি শাখা। এসময় সংগঠনের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট/স্টোরিতে দাবিগুলো তুলে ধরেন।

দাবিগুলো হলো- বাকৃবির অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন অর্থ বরাদ্দ দেয়া, চলতি বছরের জানুয়ারী-জুন ও জুলাই-ডিসেম্বর সেমিস্টারের ফি মওকুফ এবং করোনা আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আগাম চিকিৎসা তহবিল গঠন করতে হবে।

সংগঠনের সভাপতি গৌতম কর ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাস এক যৌথ বিবৃতিতে বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারাদেশের জনজীবনের সংকটের বিষয়টি চিন্তা করে গত এপ্রিল মাস থেকেই করোনায় আর্থিকভাবে সংকটগ্রস্থ শিক্ষার্থীদের জন্য সহায়তা তহবিলের দাবি জানায়। গত ১৮ এপ্রিল ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তী সময়ে গত ২৭ এপ্রিল পুনরায় অনলাইন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কিন্তু এখনো তহবিল গঠনের কাজটি সম্পন্ন হয়নি।

তারা বলেন, গত দুই মাস লকডাউনের কারণে বাকৃবির নিম্ন ও মধ্যবিত্ত আয়ের অনেক শিক্ষার্থীর পরিবার বিপর্যস্ত হয়েছে। টিউশন নির্ভর অনেক অস্বচ্ছল শিক্ষার্থীর পরিবার খুবই অর্থনৈতিক সংকটে রয়েছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে দ্রুততম সময়ে এককালীন অর্থ সহযোগিতা করতে হবে। এ সময়ে কেউ যেন বাদ না পরে সেদিকে অনেক মনোযোগী হতে হবে।

এছাড়া এ বছরের জানুয়ারী-জুন ও জুলাই-ডিসেম্বর সেমিস্টারের ফি মওকুফ ও করোনা আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আগাম  চিকিৎসা তহবিল গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবিও জানান ছাত্র ফ্রন্টের নেতারা।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0034139156341553