শিক্ষার্থীদের চুল কেটে দেয়ায় প্রধান শিক্ষককে শোকজ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি |

শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে শোকজ করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ইউএনও আনোয়ার পারভেজ এক আদেশে ওই প্রধান শিক্ষককে শোকজ করে সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, রোববার সকালে প্রধান শিক্ষক সেকেন্দার আলী অন্তত ২৫জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে অসমান করে কেটে দেন। এতে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে প্রধান শিক্ষককে নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে থানার ওসিকে মোবাইল ফোনে বিষয়টি জানান প্রধান শিক্ষক। খবর পেয়ে ওসি দিলিপ কুমার দাস বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য ইউএনও আনোয়ার পারভেজকে অবহিত করেন। পরে ইউএনও আনোয়ার পারভেজ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপস্থিত অভিভাবক ও  শিক্ষার্থীদের আশ্বস্থ করলে তারা বিক্ষোভ বন্ধ করেন। 

এসময় ইউএনও আনোয়ার পারভেজ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনজার্চ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা ঘটনা তদন্তে কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দেয়া হবে।

অভিযুক্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, কিছু শিক্ষার্থী অমার্জিতভাবে চুলের স্টাইল করছিল। বিভিন্ন সময় বলার পরেও কথা না রাখায় তাদের চুল কেটে দেয়া হয়। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030760765075684