দৈনিক শিক্ষাডটকম, ভোলা: প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের বাড়ি থেকে ডেকে এনে শিক্ষার্থীদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও কোস্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা। পরে কিশোর-কিশোরী মেলা, উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের কিশোর-কিশোরী ক্লাবের জেলা সমন্বয়কারী খোকন চন্দ্র শীল, উপজেলা সিনিয়র প্রোগ্রাম অফিসার সাইদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে এমন অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে জানতে চাইলে কোস্ট ফাউন্ডেশনের কিশোর-কিশোরী ক্লাবের জেলা সমন্বয়কারী খোকন চন্দ্র শীল জানান, একই তারিখে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার গরম বেশি তাই খুব সকালে নামমাত্র স্বল্প পরিসরে দৌড় প্রতিযোগিতা হয়েছে।