টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বড়রিয়া সুরুজ বিশ্বেশ্বরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে বিদ্যালয় ছেড়েছেন প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এমনই এক ভিডিও হাতে এসেছে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা ডটকমের হাতে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বুধবার বিকেলে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বিদ্যালয় ছাড়তে বাধ্য হন বলে জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ---প্রধান শিক্ষকের আচরণের সমস্যা, বিদ্যালয়ের অব্যবস্থাপনা, কোচিং বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা জানায়, বুধবার সকালে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান বড়রিয়া সুরুজ বিশ্বেশ্বরি উচ্চ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে প্রধান শিক্ষক বিক্ষোভের তোপের মুখে বিদ্যালয় ছাড়তে বাধ্য হন। তারা জানান, প্রধান শিক্ষক লিখিতভাবে পদত্যাগ করেন নি।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষকের আচরণে কোনো ধরনের সমস্যা তারা পাননি। তাদের সাথে খুব ভালো ব্যবহার করেন। এছাড়া অনিয়মের বিষয়ে প্রাক্তন শিক্ষার্থীদের থেকেই জানতে পেরেছেন বলে জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান, আমার বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে অভিযোগ করেনি। বুধবার সকালে দশম শ্রেণীর কিছু শিক্ষার্থী নতুন ভবনে ক্লাস করবে বলে দাবি করে। আমাদের বিদ্যালয়ে ছেলে -মেয়েদের আলাদা ক্লাস হয় আর নতুন ভবনে মেয়েরা ক্লাস করে। তাই তাৎক্ষণিক ভাবে আমি ছেলেদের ক্লাস করার বিষয়ে কথা দেইনি। শিক্ষক এবং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো বলেছি। এরপর হঠাৎ দুপুরের দিকে এলাকার কিছু প্রাক্তন ছাত্ররা এবং বহিরাগত কিছু ছেলে অহেতুক ও বানোয়াট অভিযোগ তুলে ধরে জোর জবরদস্তি করে পদত্যাগ করতে বলে।
পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, আমি পদত্যাগ করবো কেন? আমি কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত নই। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়েছি।
তিনি আরও বলেন, দেশের এই অদ্ভুত পরিস্থিতিতে একটি কুচক্রী মহল শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই দেশের অনেক বিদ্যালয়েই এমন ঘটনা ঘটাচ্ছে। এই কুচক্রী মহল বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে। শিক্ষাক্ষেত্রে এ ধরনের বিপর্যয় রোধে খুব দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।