শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কুবি : উপাচার্য

কুবি প্রতিনিধি |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, জিএসটি তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পছন্দের প্রথম তালিকায় রয়েছে। 

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পদার্থবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরো বলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের একটি বিশেষত্ব রয়েছে। এ বিভাগের শিক্ষকরা উচ্চ কোয়ালিটি সম্পন্ন গবেষণার জন্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে। এ বিভাগের শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা মহাবিশ্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষা দেয়া নয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞান তৈরি করা। শেখার দায়িত্বটা ছাত্ররা যখন শিক্ষকের কাছ থেকে নেয় তখন সেটা কার্যকরী হয়। শিক্ষার কোনো নির্দিষ্ট গন্ডি নেই। ক্লাস রুমের বাইরেও চারপাশ থেকে জ্ঞান অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, তোমরা স্কুল কলেজের পড়ালেখা শেষ করে বিশ্ববিদ্যালয়ের এক নতুন শিক্ষা জীবনে পথ চলা শুরু করেছ। নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে পরিশ্রম করে যাও। নিজের এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণ করো। বিশ্ববিদ্যালয় থেকে বিদায় বলতে কোনো কিছু নেই। তোমরা আজীবন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়ে থাকবে। দেশে এবং বিদেশে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম চারদিকে ছড়িয়ে দিবে এটাই আমার প্রত্যাশা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে তুমি ছাত্রের পরিচয় দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু পড়াশোনা শেষ করে, চাকরি জীবনে প্রবেশ করে, সেখান থেকে অবসর নিয়েও কখনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে পারবে না। আজীবন তুমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকবে।


পাঠকের মন্তব্য দেখুন
এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন - dainik shiksha এনটিআরসিএর চেয়ারম্যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান - dainik shiksha মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিতে আবেদন আহ্বান বন্যায় ১২শ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি - dainik shiksha বন্যায় ১২শ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলেজে সাংস্কৃতিক-ক্রীড়া কোটায় ভর্তির সুযোগ - dainik shiksha কলেজে সাংস্কৃতিক-ক্রীড়া কোটায় ভর্তির সুযোগ শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো - dainik shiksha শিরীন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো শিক্ষা সংস্কারে বাংলাদেশ-চীন কাজ করবে - dainik shiksha শিক্ষা সংস্কারে বাংলাদেশ-চীন কাজ করবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0024662017822266