শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন করতে হবে: এন আই খান

দৈনিক শিক্ষাডটকম, মণিরামপুর (যশোর) |

দৈনিক শিক্ষাডটকম, মণিরামপুর (যশোর): শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, জীবনকে গড়তে হলে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার দরকার হয়। ফলে মুখস্থ বিদ্যার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে মণিরামপুর শহীদ মশিয়ুর রহমান অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ঢাকাস্থ মণিরামপুর সমিতির উদ্যোগে আয়োজন করা হয়। 

 

তিনি আরো বলেন, জীবনে শেখার কোনো শেষ নেই, প্রতিটা কাজকর্মের মধ্যে রয়েছে জ্ঞান-অভিজ্ঞতা। এক সময় আমাদের গ্রামাঞ্চলে কৃতি শিক্ষার্থী খুঁজে পাওয়া যেতোনা। এমনিভাবে ডাক্তারের খুব আকাল ছিলো। কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা ভালো করছে।

এন আই খান আরো বলেন, মণিরামপুরের অধিকাংশ গ্রামাঞ্চলে প্রশাসন ক্যাডার, বড় ডাক্তার, ডক্টরেট ডিগ্রিধারী উচ্চপদস্থ চাকরিজীবীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০০ মেধাবী শিক্ষার্থী অধ্যায়ন করেছেন। যারা এ সরকারের ঘোষণা স্মার্ট বাংলাদেশ তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি মণিরামপুরের সন্তান হিসেবে সব কৃতি শিক্ষার্থীসহ দেশের উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা হতে হবে আদর্শ ভিত্তিক। লেখাপড়ার সঙ্গে উত্তম মন-মানসিকতা, দেশাত্মবোধক, দায়িত্ববোধ, মানবতাবোধ ও মানুষকে ভালোবাসার মতো গুণাবলী অর্জন করতে হবে। শুধু ভালো শিক্ষার্থী হলেই হবে না, আদর্শবান মানুষও হতে হবে। 

ঢাকাস্থ মণিরামপুর সমিতির সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।  

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম, মণিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুছা, মেধাবৃত্তির সদস্য সচিব আবুল হোসেন রাজু, সমিতির কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবীর, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে ঢাকাস্থ মণিরামপুর সমিতির পক্ষ থেকে উপজেলার ৭৫ জন কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি হিসেবে শিক্ষার্থী প্রতি নগদ ৫ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি  করে সনদ দেয়া হয়।


পাঠকের মন্তব্য দেখুন
কোটি শিক্ষক-শিক্ষার্থীর প্রাণের দাবি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর - dainik shiksha কোটি শিক্ষক-শিক্ষার্থীর প্রাণের দাবি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর - dainik shiksha এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ ১১ দিন, অফিস ৩ দিন - dainik shiksha দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ ১১ দিন, অফিস ৩ দিন প্রাথমিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়া উচিত: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়া উচিত: গণশিক্ষা উপদেষ্টা শিক্ষাক্রমে আরবি ভাষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষাক্রমে আরবি ভাষা বাধ্যতামূলক করার দাবি আসামিদের দ্রুত ফাঁ*সির দাবি জানালেন আবরারের মা - dainik shiksha আসামিদের দ্রুত ফাঁ*সির দাবি জানালেন আবরারের মা প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে ৫০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক - dainik shiksha প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে ৫০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না - dainik shiksha বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না শিক্ষাক্রমে আরবি ভাষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষাক্রমে আরবি ভাষা বাধ্যতামূলক করার দাবি শেখ হাসিনার পরিবারের নামে সোয়াশ কলেজ স্কুল মাদরাসা - dainik shiksha শেখ হাসিনার পরিবারের নামে সোয়াশ কলেজ স্কুল মাদরাসা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0048210620880127