কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তা শাখার প্রধান সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার মামলার বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিস ইনচার্জ মো: আলমগীর ভূঁইয়া।
তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। আমরা মামলাটি নিয়েছি। একজন অলরেডি গ্রেফতার। তাকে কোর্টে চালান করা হয়েছে। উল্লেখিত আরো ৬ জনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রশাসনের নির্দেশে আমি বাদি হয়ে মামলা করেছি। ৬ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা হয়েছে।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করেছি। যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।
প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর পূর্ব ঘটনার জের ধরে ক্যাম্পাসের উদ্দ্যেশে নগরীর কান্দিরপাড় থেকে ছেড়ে আসা রাত ৮টার বাস কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার টমছম ব্রিজ এলাকায় আসলে কিছু দুর্বৃত্ত বাসে হামলা করে। এতে বাসের ড্রাইভার, হেল্পার ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।