শিক্ষার্থীরা সার্টিফিকেট নির্ভর শিক্ষার দিকে ঝুঁকছে : হাসান আজিজুল হক

রাবি প্রতিনিধি |

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, 'আজকে শিক্ষার্থীরা নৈতিকতা ভুলে যাচ্ছে। তারা কেবল সার্টিফিকেট-নির্ভর শিক্ষার দিকে ঝুঁকছে। অথচ তারা ভুলে গেছে সার্টিফিকেট বেশিদিন কাজে লাগে না।'

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঠক ফোরামের নবীনবরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান আজিজুল হক বলেন, 'সার্টিফিকেট জীবিকার জন্য, চাকরি পাওয়ার জন্য সাময়িক কাজে লাগে। শিক্ষার্থীদের উচিত নৈতিকতা ও জ্ঞান অর্জন করা। জ্ঞানের শিখা সারাজীবন কাজে লাগে।'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরামের নবীনবরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা | ছবি : সংগৃহীত

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় একটি সুইমিং পুলের মতো আর তোমরা সেই পুলের স্বচ্ছ পানি। সুইমিং পুলে মানুষ সাঁতার কাটে; পানি বেশিদিন হলে সেটি বের করে দিয়ে আবার নতুন পানি দেয়। তেমনি যারা এই বিশ্ববিদ্যালয়ে আসে, তারা লেখাপড়া শেষ করে চলে যায়, আবার তোমাদের মতো নতুনদের জায়গা দেওয়া হয়।' তরুণ শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ সময় সবার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাবিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্টৃ্কত করা হয় এবং ফুল ছিটিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়।

রাবির পাঠক ফোরাম সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৮৯ সালে এর প্রতিষ্ঠা। একাডেমিক লেখাপড়ার বাইরে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পাঠক ফোরামের উপদেষ্টা অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা কেএম আরিফ উদ্দিন (আরিফ হাসনাত) প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0031530857086182