রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বেরোবি শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে।
বুধবার (১৭ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি বিজন মোহন চাকী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আমাদের সন্তানসম আবু সাঈদের এমন করুণ মৃত্যুতে আমরা স্তম্ভিত, শোকার্ত। শিক্ষক হিসেবে প্রিয় শিক্ষার্থীর জীবন বাঁচাতে ব্যর্থ হওয়ায় আমরা ভীষণভাবে লজ্জিত। ব্যর্থতার এ মর্ম বেদনা আমাদের বিবেক আর আত্মাকে দংশন করবে বহুবার, বহুকাল। আমরা জানি এ অপূরণীয় ক্ষতি কখনোই পূরণ হবার নয়। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
শোকবার্তায় আরো বলা হয়, আজ ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কালো দিন। এই দিনে আমাদের প্রিয় শিক্ষার্থীকে হারিয়েছি আমরা। আমরা মরহুম আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, ১৬ জুলাই মঙ্গলবার শিক্ষার্থী আবু সায়েদ পুলিশের গুলিতে নিহত হয়। আজ ১৭ জুলাই সকালের দিকে তার দাফন সম্পন্ন হয়।