শিক্ষার্থী প্রতি ৫০ টাকা করে বৃত্তি পরীক্ষার ফি আদায়ের নির্দেশ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে ৫০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে৷ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে৷ এ ফিয়ের টাকা আদায় করে তা সরকারি কোষাগারে জমা করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ফি আদায় ও সরকারি কোষাগারে জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়। 

অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, যে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফি ছাত্র-ছাত্রী প্রতি পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও থানা শিক্ষা অফিসাররা নির্ধারিত হারে ফি আদায় করে আদায়কৃত টাকা  (কোড নম্বর ১-২৪৩১-০০০১-২০৩১ পুরাতন ও ১৪২২৩২৬ পরীক্ষা ফি নতুন) পরীক্ষা ফি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জেলার আওতাধীন সব উপজেলা ও থানার আদায়কৃত টাকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জমাকৃত টাকার ট্রেজারি চালানের ছায়লিপিসহ তথ্য ইমেইলে ([email protected]) ২৪ ডিসেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

জানা গেছে, প্রাথমিকের বৃত্তি দেয়ার জন্য মেধা যাচাইয়ের জন্য বিদ্যালয়ে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাভিত্তিক ২০ শতাংশ শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়ন দেবেন। ২০ শতাংশ শিক্ষার্থী যাচাইয়ের ক্ষেত্রে সম নম্বরধারীদের মধ্যে বিষয়ভিত্তি নম্বরের ক্রমানুসারে মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে যথাক্রমে বাংলা, গণিত, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হবে। একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ছয়টি বিষয়ে প্রাপ্ত নম্বর একইহলে সে ক্ষেত্রে শ্রেণি রোল নম্বর প্রাধান্য পাবে। 

অধিদপ্তর আরও জানিয়েছে, ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যা ভগ্নাংশ হলে গাণিতিক নিয়মে ০ দশমিক ৫ এবং তদুর্দ্ধ ভগ্নাংশকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে শিক্ষার্থী সংখ্যা গণনা করতে হবে। 

জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চারটি বিষয়ে ২৫ করে মোট ১০০ নম্বরে দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি বিষয় থেকে ১৫টি এমসিকিউ ও একটি রচনামূলক প্রশ্ন থাকবে। উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে এ পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002410888671875