শিক্ষার্থী মারধরের ঘটনায় ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় হল থেকে ছয় মাসের জন্য এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার নাম রাকিবুল আল হাসান নুর। তিনি বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়। গত ১ ফেব্রুয়ারি থেকে তার বহিষ্কারাদেশ কার্যকর হয় বলে হল সূত্রে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ডিসেম্বর রাতে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পশ্চিম কর্নারের লিফটের সামনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত রাকিবুল আল হাসান নুর তার সিনিয়র রিদওয়ানুল হক রিয়াদকে অন্যদের সামনে শারীরিকভাবে লাঞ্ছিত এবং পরে রক্তাক্ত করে আহত করেন। ওই ঘটনার খবর জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদঘাটন ও শান্তি নিরূপণের জন্য হল প্রশাসন কর্তৃক গঠিত কমিটি ওই ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছে।

  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা হলের প্রশাসনিক ও একাডেমিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা হলের শৃঙ্খলা ও আইনের পরিপন্থি। তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে হলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে আগামী ছয় মাসের জন্য অভিযুক্তকে হল থেকে বহিষ্কার করা হলো। এই সময়কালে অভিযুক্ত রাকিবুল হলে অবস্থান এবং কোনো ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, ঘটনার দিন ভুক্তভোগী রিয়াদ লিফটে ওঠার সময় ব্যাগ অভিযুক্তের গায়ে লাগায় উচ্চবাচ্য করেন এবং সবার সামনে হেনস্তা করেন। একপর্যায়ে রাকিবুল হুডির কলার টেনে লিফটের বাইরে বের করে ধস্তাধস্তি করেন। পরে ভুক্তভোগীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

 


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0028541088104248