দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, শিক্ষা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার ব্যয় কোনো সাধারণ ব্যয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যে বিনিয়োগ থেকে শুধু ব্যক্তি নয়, সমাজও উপকৃত হয়।"
রোববার (২ জুন) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের নবনির্মিত ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিবালয় থেকে তিনি ভার্চুয়ালী বক্তব্য রাখেন।
তিনি বলেন, "ফরিদপুর একটি ঐতিহ্যবাহী শহর। এখানে জাতির পিতার অনেক স্মৃতি রয়েছে। বৃহত্তর ফরিদপুরেরই সন্তান ছিলেন তিনি। তারপর জীবনের বেশ কিছু সময় তিনি এখানে কাটিয়েছেন। জাতির পিতা বহুবার ফরিদপুরে গিয়েছিলেন। ফরিদপুরে স্বাধীনতা যুদ্ধের আন্দোলন-সংগ্রামে ব্যাপক অবদান তারা রেখেছিলেন। সুতরাং ফরিদপুর নিজস্ব ঐতিহ্য সম্পন্ন একটি জেলা।"
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. বাকাহীদ হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান, সুশীল সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।