দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তি-বিজ্ঞানের এই যুগে শিক্ষার মাধ্যমে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। উদ্ভাবক হতে হবে। পাশাপাশি সৃজনশীল কাজে নিয়োজিত হতে হবে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা সৃজনশীলতাকে যুক্ত করব।
গত শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয় উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর মধ্য দিয়ে শুরু হলো ‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব-২০২৪।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মঞ্চ সারথি আতাউর রহমান প্রমুখ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।