ঝালকাঠি সদর উপজেলার সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও সভাপতি মো. সুলতান হোসেন খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন বিদ্যোৎসাহী সদস্য ডা. জগদীশ চন্দ্র রায়, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল বরণ হালদার।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও লাভ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীদের হাত ধরে আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ হবে। তাই তাদের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষকদেরও আন্তরিক হতে হবে।
সভায় বিদ্যালয়ের সব শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।