শিক্ষায় জিডিপির ৬ শতাংশ বিনিয়োগ করা হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিনিধি |

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের জিডিপির অন্তত চার শতাংশ শিক্ষায় বিনিয়োগ করতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ জিডিপির ৬ শতাংশে উন্নীত করার লক্ষে কাজ করছে। শিক্ষকদের জন্য সরকারের বিনিয়োগও বৃদ্ধি করা হবে। শিক্ষার গুনগত মান নির্ভর করে ভাল শিক্ষকের উপর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। রাজশাহী কলেজের বর্তমান প্রিন্সিপাল প্রফেসর মো হবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নাটোরের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, রাজশাহীর সংসদ সদস্য আয়েন উদ্দিন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে তা বাস্তবে রুপায়িত করতে সমাজের সকল স্তরের অংশগ্রহণ জরুরি। রাজশাহী কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীকে এই কাজে আত্মনিয়োগ করার আহবান জানান তিনি। 

দীপু মনি আরও বলেন, এখন সময় শিক্ষার গুণগত মানের দিকে নজর দেয়ার। ২০১৮ খ্রিষ্টাব্দের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন শিক্ষার মানোন্নয়ন হবে আমাদের অন্যতম লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যেতে চতুর্থ বিপ্লবের প্রয়োজন পূরণ ও ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় মানবসম্পদ উন্নয়ন সব চাইতে জরুরি। শিক্ষার মানোন্নয়নের জন্য আমরা  বিনিয়োগ আরও বাড়াবো। চতুর্থ শিল্প বিল্পবের জন্য শিক্ষার্থীদের তৈরি করতে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিনিয়োগ প্রয়োজন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন সেই লক্ষ্য কাজ করা হচ্ছে। 

তিনি বলেন, শিক্ষার পরিবেশ আনন্দময় হতে হবে, যাতে শিক্ষার চাপে আমাদের শিক্ষার্থীদের আনন্দ তিরোহিত না হয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। এসময় চতুর্থ শিল্প বিল্পব মোকাবেলায় অটোমেশন, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গবেষণায় সরকার বিনিয়োগ করছে। আমি শিক্ষকদের বলবো গবেষণার কাজে আরও বেশি মনোযোগী হতে। ইতোমধ্যে আমাদের প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে আছে। আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের বাকি বিশ্ববিদ্যালয়গুলো ভালো অবস্থানে পৌঁছবে। দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য  আজকে প্রয়োজন একটু মনোনিবেশ করে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা।

ডা. দীপু মনি বলেন, দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজ হবে সেন্টার অব এক্সিলেন্স। রাজশাহী কলেজও তার মধ্যে থাকবে। রাজশাহী কলেজে ছাত্রীনিবাস খুব দরকার। মেয়েদের অনেক কষ্ট করে থাকতে হচ্ছে।  একটা প্রশাসনিক ভবনও দরকার। একটা দশতলা ছাত্রীনিবাস হবে। 

দু’দিন ব্যাপী অ্যালামনাই অনুষ্ঠানে উদ্বোধনী দিনে ক্যাম্পাস থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।


পাঠকের মন্তব্য দেখুন
অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ - dainik shiksha বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি please click here to view dainikshiksha website Execution time: 0.0024819374084473