দৈনিকশিক্ষা প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ ও ইউটিউব চ্যানেল খুলে কেউ কেউ কার্যক্রম চালাচ্ছে। এসব ফেসবুক পেজ-গ্রুপ ও ইউটিউব চ্যানেলের বিষয়ে সবাইকে সতর্ক করেছে অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এসব পেজ-গ্রুপ বা ইউটিউব চ্যানেল অধিদপ্তরকে প্রতিনিধিত্ব করে না। অধিদপ্তরের একটি অফিসিয়াল ফেসবুক পেজ ও একটি ইউটিউব চ্যানেল রয়েছে বলে জানানো হয়েছে। আর ভুয়া ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নাম এবং লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এবং ইউটিউব চ্যানলে খুলে কেউ কেউ কার্যক্রম পরিচালনা করছে যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল পেজ-গ্রুপ-চ্যানেল নয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে প্রতিনিধিত্ব করে না। এ অবস্থায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা-২০১৯ মেনে চলার জন্য সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রয়োজনে সরকারি নীতিমালা অনুযায়ী এ ধরনের কার্যক্রম পরিচালনাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আরো জানিয়েছে, অধিদপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে একটি ফেসবুক পেজ (https://www.facebook.com/dshe.moebd) এবং একটি ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@dshe.bangladesh) অফিসিয়ালি পরিচালনা করা হয়।
সবাইকে প্রয়োজনীয় তথ্যের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানল দেখার জন্য বলা হয়েছে।এ পেজ এবং ইউটিউব চ্যানেল মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা-২০১৯ অনুযায়ী নিয়ন্ত্রিত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।