মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শনিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রাজধানী ঢাকার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, পরীক্ষার প্রবেশপত্র নির্ধারিত ওয়েবসাইটে (http://dshe.teletalk.com.bd) প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে প্রার্থীদের। প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানা উল্লেখ আছে। এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের স্ব স্ব মুঠোফোন নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে বলেও জানিয়েছে অধিদপ্তর।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষার আসন বিন্যাস তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।