‘আগামী ৩০ মার্চ, ২০২৪ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন 'বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ। শিক্ষা ক্যাডারের ভূমিকা ও করণীয়' শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।’
হুবহু এ কথাটাই লেখা হয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আমন্ত্রণপত্রে। এতে তৈরি হয়েছে তুমুল সমালোচনা ও বিতর্ক। শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে খোদ শিক্ষা ক্যাডারদের পেশাগত দক্ষতা ও ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে। কেননা, আমন্ত্রণপত্রের প্রথম বাক্যটির গঠনে ৩০ মার্চকে স্বাধীনতা দিবস বলা হয়েছে বলে বুঝে নেয়ার বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ, যা আমন্ত্রণপত্রের কোথাও উল্লেখ করা হয়নি।
আরো পড়ুন : কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে
সংগঠনটির সভাপতি প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন মোল্যাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।