শিক্ষা ছেড়ে কৃষি, তথ্য ও কর ক্যাডারে যোগ দিয়েছেন ৩ কর্মকর্তা। তারা হলেন, রাজবাড়ির পাংশা সরকারি কলেজের প্রভাষক মো. মোস্তফা আলী হাসান, নাটোরের সিংড়ার গোল-ই- আফরোজ সরকারি কলেজের প্রভাষক মো. নাজিম উদ্দিন, নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের প্রভাষক মো. শরীফুল ইসলাম।
বুধবার (২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত ক্যাডারে যোগদানের জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে সেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো।
এর আগে ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জানা গেছে, শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তা চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডার, নিরীক্ষা ও হিসাব ক্যাডার, বন ক্যাডার, কর ক্যাডার এবং শুল্ক ও আবগারি ক্যাডারে যোগ দিয়েছেন।
এছাড়াও তার আগে ১৮ সেপ্টেম্বর জানা গেছে, চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারে যোগ দেন শিক্ষা ক্যাডারের তিন কর্মকর্তা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।