শিক্ষা নিয়ে বাণিজ্য না করতে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো উন্মুক্ত মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হবে। একইসঙ্গে সেখানে স্বচ্ছতা থাকতে হবে। আমি আশা করি সব বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উন্নয়ন ও সফলতা নিশ্চিত করার স্বার্থে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সঠিকভাবে মেনে চলবেন। শিক্ষাকে বাণিজ্যিকীকরণের কোনো ধরনের অসৎ উদ্দেশ্য পরিহার করবেন। শিক্ষাখাতের উন্নয়ন এবং অগ্রগতিতে উদার এবং মানবিক নীতি মেনে শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের সহায়ক ভূমিকায় রূপ দিতে কার্যকর ভূমিকা পালন করবেন।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ডেভেলাপম্যান্ট অল্টারনেটিভের (ইউডা) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমি আশা করি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করবে এবং তাদের প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি ডিগ্রি, অ্যাক্রিডেট করাবার ক্ষেত্রে উদ্যোগী হবেন।
তিনি বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ে কিছু বিষয় অবশ্য পাঠ্য হওয়া উচিত। ভাষা-সহিত্য, দর্শন এসব বিষয় একেবারেই উপেক্ষিত থাকে।
টেকনিক্যাল এডুকেশনে আরো বেশি জোর দিতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় হতে হবে মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র এবং একইসঙ্গে জ্ঞান সৃষ্টিরও কেন্দ্র। নতুন জ্ঞান সৃষ্টি করতে হলে গবেষণার প্রয়োজন। আমরা বার বার বলছি গবেষণা করতে হবে। অনেকেই গবেষণা করছেন, কিন্তু গবেষণাকে ইনকিবিউট করা এবং উদ্ভাবনকে কমার্শিয়ালাইজেশন করার এ পুরো পথটা সম্পন্ন করা হচ্ছে না। তার ফলে গবেষণা করার যৌক্তিকতা থাকছে না।
শিক্ষায় রূপান্তর জরুরি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রি-প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোকেও বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য নিজেদেরকে রূপান্তরিত করতে হবে। এখানে মাইন্ডসেটের পরিবর্তন প্রয়োজন, সেটি অ্যাকাডেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য, অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য, শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।
সমাবর্তন বক্তা ছিলেন কার্টুনিস্ট রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, ইউনিভার্সিটি অব অল্টারনেটিবের উপ-উপাচার্য রওনক জাহান এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান।