দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় পর্যায়ে কাউখালী উপজেলার ৩ শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছেন। এরা হলেন-গান বিষয়ে দেবষ্মিতা সাহা মৌলি, উপস্থিত বক্তৃতায় সাবর্নী দাস শ্রেষ্ঠা ও দীর্ঘ লাফে (১৫ ফুট ৬ ইঞ্চি) শাহারিয়ার ইমতিয়াজ।
গতকাল রোববার বরিশালের সাগরদী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিনসহ উপস্থিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।
দেবষ্মিতা সাহা মৌলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও জেলার ইন্দুরকানি সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সঞ্জিত সাহা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভারতী সাহা দম্পতির সন্তান।
সাবর্নী দাস শ্রেষ্ঠা কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও শাহারিয়ার ইমতিয়াজ মধ্য জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় শিক্ষা পদকে কাউখালী উপজেলার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।