এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিমালা খসড়া প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ খসড়া চূড়ান্ত করতে আগামী বুধবার এক কর্মশালার আয়োজন করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আগামী বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
এ কর্মশালায় শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেবেন। নীতিমালার খসড়ার ওপর মতামত দেবেন। স্বাস্থ্যবিধি মেনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। মোট ৪৮ জনকে এ কর্মশালায় অংশ নেয়ার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, ব্যানবেইস, এনটিআরসিএ, ঢাকা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য এবং দুইজন শিক্ষক নেতাকে এ কর্মশালায় অংশ নিতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।