অনন্যসাধারণ মেধা অন্বেষণের লক্ষ্যে আমাগীকাল ১৮ মার্চ হতে দেশব্যাপী শুরু হচ্ছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি প্রতিষ্ঠান পর্যায়ে শুরু হয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে।
১৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
তিনটি শ্রেণিভিত্তিক গ্রুপে মোট পাঁচটি বিষয়ের ওপর প্রতিযোগিতা হবে। প্রতি গ্রুপে ৫ জন করে শিক্ষার্থী বাছাই করা হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৩টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার মাধ্যমে ৩টি গ্রুপ থেকে বাছাইকৃত জাতীয় পর্যায়ের মোট ১৫ জন সেরা মেধাবীকে এককালীন বিশেষ মেধাভিত্তিক বৃত্তি, সনদ, ক্রেস্ট, মেডেল, বই ও অন্যান্য পুরস্কার দেওয়া হবে। জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতার বিষয়
১। ভাষা ও সাহিত্য
২। দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান,
৩। গণিত ও কম্পিউটার
৪। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ
৫। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (বিশেষ চাহিদা সম্পন্ন/ অটিস্টিক শিক্ষার্থীদের জন্য)।
তিনটি শ্রেণিভিত্তিক গ্রুপ
১। ৬ষ্ঠ-৮ম শ্রেণি ও সমপর্যায়
২। ৯ম-১০ম শ্রেণি ও সমপর্যায়
৩। একাদশ-দ্বাদশ শ্রেণি ও সমপর্যায়
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।