শিক্ষা প্রশাসনের বড় বদলি আদেশ জারি করা হয়েছে। এর মধ্যে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক, উপ- সচিব, উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ আরো পদ রয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে থেকে জানা যায়, ঢাকা বোর্ডের উপ-সচিব পদে নতুন দায়িত্ব পেয়েছেন মো. ইমদাদ জাহিদ। এই পদে থাকা খান খলিলুর রহমানকে সরকারি আইন উদ্দিন কলেজে বদলি করা হয়েছে। ঢাকা বোর্ডের উপ-কলেজ পরির্দশক পদে নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ছানা উল্লাহ। এই পদে থাকা কল্যাণী নন্দীকে ওএসডি করা হয়েছে।
এ ছাড়াও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন পদায়ন পাওয়া বিদ্যালয় পরির্দশক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞাকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে তবে তাকে সংযুক্ত করা হয়েছে চট্টগ্রামের নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে। অপরদিকে এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন কাজী ফয়জুর রহমান।
এ ছাড়াও ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন দায়িত্ব পেয়েছেন ঢাকা উদ্যান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। এই পদে থাকা মোহাম্মদ রফিকুল ইসলামকে রাজবাড়ী সরকারি আর্দশ কলেজে বদলি করা হয়েছে। বোর্ডের গোপনীয় শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নূরুল হক। এই পদের থাকা জাকির হোসেনকে দিনাজপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে।
এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা মো. রুবেল হোসাইনকে যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসার পদে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। একই বোর্ডের নতুন উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মো. খুরশিদ আলম মল্লিক। এই পদে থাকা মুহা. নিয়ামত ইলাহীকে ঝিনাইদহের খন্দকার মোশারফ হোসেন সরকারি কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরির্দশক বিজন কুমার চক্রবর্তীকে সিলেটের মুরারীচাঁদ সরকারি কলেজে বদলি করা হয়েছে। অপরদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদারকে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরির্দশকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও একই বোর্ডে উপ-বিদ্যালয় পরির্দশ মোহাম্মদ কামরুজ্জামানকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন মো. গোলাম মহিউদ্দিন।
এ ছাড়াও কুমিল্লা বোর্ডের উপ-পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। একই পদে থাকা মোহাম্মদ ছানাউল্লাকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।
অপরদিকে আলাদা প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ১৮ কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।
নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ পাওয়া কলেজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- যশোর সিটি কলেজ, কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, রাজধানীর গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, নোয়াখালীর পাঁচগাও সরকারি মাহবুব কলেজ, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ, মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজ, বগুড়ার সান্তাহার সরকারি কলেজ, নরসিংদী সরকারি কলেজ, বগুড়ার সরকারি নাজির আখতার কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, ফরিদপুরের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজ, সভার সরকারি কলেজ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।