দৈনিকশিক্ষা প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নথি-পত্রে ব্যবহারের সঠিক বানান শেখানোর উদ্যোগ নিয়েছেন বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের একদিন পর মঙ্গলবার তিনি বোর্ডের শাখা প্রধানদের হাতে চারটি করে অভিধান তুলে দেন। এর আগে নথি ও পত্রে সঠিক বানান ব্যবহার নিয়ে আলোচনা সভা করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ডে যোগদানের মাস পেরোনোর আগে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম মঙ্গলবার সকালে ১২টি শাখার প্রধানদের নিয়ে বিভিন্ন শাখার নথি ও পত্রে সঠিক বানান ব্যবহার নিয়ে আলোচনা সভা করেন। পরে শাখা প্রধানদের হাতে চারটি করে অভিধান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য শাখা প্রধানরা।
রাজশাহী শিক্ষা বোর্ড থেকে দৈনিক শিক্ষাডটকমে পাঠানো জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান বাংলা একাডেমি প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, অভিধান: বাংলা থেকে ইংরেজি, অভিধান: ইংরেজি থেকে বাংলা বইগুলো শাখা প্রধানদের হাতে তুলে দেন।
এ অভিধানগুলো ঐতিহ্যবাহী শিক্ষা বোর্ডের ঐতিহ্য সমুন্নত রাখার লক্ষ্যে বাংলা ভাষা পত্র লিখনে ও দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনায় যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা বিস্তারে রাজশাহী শিক্ষা বোর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে বোর্ড থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সমুন্নত শব্দটির বানান ‘সমন্বত’ লিখেছেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার।