রাজবাড়ীর পাংশা উপজেলার আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজঅ্যাবল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ওই প্রতিষ্ঠানের এক শিক্ষকের করা প্রতারণা মামলায় তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ওরফ্যান্স ডিজঅ্যাবল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তাঁর ভাই কাজল মাহমুদ।
মামলার বিবরণে জানা গেছে, ওই স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী ও তাঁর ভাই কাজল মাহমুদের বিরুদ্ধে বুধবার প্রতারণা মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক রহিমা আক্তার। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী। ২০২০ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর ওই প্রতিষ্ঠানে রহিমা খাতুনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিলে আল মামুন সিদ্দিকী প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা বলে তিন লাখ টাকার চুক্তি করেন। সে সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন। বাকি দুই লাখ টাকা ছয় মাসের মধ্যে
প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের পরে নেবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন; কিন্তু ছয় মাসেও জাতীয়করণ না হওয়ায় রহিমা আক্তার আল মামুন সিদ্দিকীর কাছে টাকা ফেরত চাইলে তাঁকেসহ তাঁর পরিবারের লোকজনকে গালাগাল ও হুমকি দেন।সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, প্রতারণা মামলায় বুধবার রাতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।