শিশু শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক |

দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রদান সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) অনুষ্ঠানিকভাবে এসব শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার কর্মসূচির উদ্বোধন করা হবে। সকাল নয়টায় রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশনে পূর্ণাঙ্গভাবে শিশুদের টিকা দেয়ার কাজ চলবে। পরে পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা প্রয়োগ করা হবে। টিকা পেতে শিশুদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের ডিজিটাল জন্ম নিবন্ধন (১৭ ডিজিট) নেই টিকা পেতে তাদের জন্ম নিবন্ধন অবিলম্বে সম্পন্ন ও তা দ্বারা সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকদের এ বিষয়ে জানাবেন। তাদের দ্রুততার সাথে শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের অনুরোধ জানানোসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।

অধিদপ্তর আরও জানিয়েছে, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা স্ব-স্ব ক্লাস্টারের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও তদারকীর কার্যক্রম গ্রহণ করবেন। উপজেলা শিক্ষা অফিসাররা তার আওতাধীন উপজেলার শিক্ষর্থীদের টিকা নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি দৈনিক ভিত্তিতে মনিটর করবেন, কোন সমস্যা থাকলে তার সমাধানের প্রয়াস নিবেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন। বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা সার্বিক বিষয়টি তত্ত্ববধান করবেন এবং টিকা নিবন্ধন ও টিকা দেয়া ব্যবস্থাপনা সুসম্পন্ন করার লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা, সহায়তা দেয়াসহ সার্বিক বিষয় সমন্বয় করবেন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ খ্রিষ্টাব্দের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। স্বাস্থ্য বিভাগ ২০২১ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি থেকে দেশের মানুষকে করোনার টিকা দেয়া শুরু করে। সরকারি ছুটির দিন ছাড়া নির্ধারিত টিকাকেন্দ্রে প্রতিদিন টিকা দেয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে জনসংখ্যার ৭৬ শতাংশ করোনার টিকার প্রথম ডোজ এবং ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। আর ২৩ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 


পাঠকের মন্তব্য দেখুন
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0023880004882812