জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক পদে শূন্য পদগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শূন্য পদগুলোতে (উপাচার্য, রেজিস্ট্রার, সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডি, হল প্রভোস্ট, ছাত্র কল্যাণ উপদেষ্টা, পরিবহন প্রশাসক) শিক্ষার্থীদের প্রস্তাবিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে অবশ্যই পদায়ন করতে হবে। শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে এই নামগুলো প্রস্তাব করবেন। সাধারণ শিক্ষার্থীদের প্রস্তাবিত ব্যক্তিদের পদায়ন না করলে তীব্র আন্দোলন করতে বাধ্য হবো।
এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার, প্রভোস্ট, দুই হাউজ টিউটর, পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। এরপর বিভিন্ন দপ্তর থেকে একাধিক দপ্তর প্রধান পদত্যাগ করেন।