শেকৃবিতে উন্নয়নের নামে কাটা হচ্ছে গাছ

শেকৃবি প্রতিনিধি |

করোনাকালের ছুটিতে শিক্ষার্থীদের অগোচরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাস থেকে ইতিমধ্যে কাটা পড়েছে অন্তত ৩০টি গাছ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা এ ঐতিহ্যবাহী গাছগুলোর নিধনে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে শিক্ষার্থীমহলে জন্ম দিয়েছে নানা বিতর্ক।

অন্যদিকে দায়িত্বশীল সূত্র বলছে, উন্নয়নকাজেই কাটা হচ্ছে এসব গাছ। ক্যাম্পাসের একাধিক সূত্র জানায়, কয়েক দিন ধরেই প্রশাসনিক ভবনের সামনেসহ ক্যাম্পাসের সয়েল (মৃত্তিকাবিজ্ঞান) মোড় থেকে ভিসির বাংলো, পুকুর ও এর আশপাশ থেকে অন্তত ৩০টি গাছ কাটা হয়েছে। 

সূত্র জানায়, ক্যাম্পাস খোলা থাকা অবস্থায় শিক্ষার্থীদের প্রতিবাদের ভয়ে এত দিন গাছগুলো কাটা না হলেও করোনার ছুটিতে অবকাঠামোগত উন্নয়নের নামে বিনা বাধায় অনায়াসেই কাটা হচ্ছে এসব গাছ। যোগাযোগ করা হলে শেকৃবির পরিকল্পনা, উন্নয়ন ও কর্ম বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া বলেন, ‘করোনার জন্য আমি ঠিকভাবে অফিস করতে পারছি না, তাই আমার জানা নেই কোথায় কতগুলো গাছ কাটা হয়েছে। নতুন করে আমাদের আরও ১ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, উন্নয়নকাজের স্বার্থেই এ গাছগুলো কাটা হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তা বর্ধিতকরণের কথা বলে যখনই প্রথম দিকে কিছু গাছ কাটা হয়েছিল আমরা প্রতিবাদ করেছিলাম। অথচ করোনাকালের এমন দুর্বিষহ দিনগুলোতে আমরা সবাই যখন যার যার বাড়িতে ঠিক তখনই আমাদের অগোচরে কেটে ফেলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আমাদের প্রাণের এ গাছগুলো। মুঠোফোনে শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু জানান, ‘প্রশাসন আমাদের আশ^স্ত করেছিল ক্যাম্পাসে আর কোনো গাছ কাটা হবে না।

 শিক্ষার্থীদের অনুপস্থিতিতে এ সময়ে গাছ কাটার এমন সিদ্ধান্তের আমরা  নিন্দা জানাই। আমরা ক্যাম্পাসে থাকলে প্রশাসন এ দুঃসাহস করতে পারত না।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0040888786315918