দৈনিকশিক্ষা প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ইয়াং বাংলার এক ভলান্টিয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার দায়ে ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সুপারিশক্রমে ও ১০০তম সিন্ডিকেট সভায় বিবিধ-১ এর সিদ্ধান্ত অনুযায়ী ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন মোস্তফা রাফিদ, কেএম আশিকুর রহমান, মো. রাসেল আহমেদ, তোফায়েল আহমেদ, মো. মহিবুল্লাহ সাগর। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত তোফায়েল ও আশিকুর রহমান স্নাতক এবং বাকি তিনজন মাস্টার্সে অধ্যয়নরত।
৯ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলা আয়োজিত ‘বিচ্ছুরণ’ অনুষ্ঠানে ৫ শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত ইয়াং বাংলার ভলান্টিয়ার। পরবর্তীতে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুনর রশীদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে অপরাধী হিসাবে শনাক্ত করা হয়েছে। শৃঙ্খলা বোর্ডের সুপারিশে সিন্ডিকেট থেকে শাস্তির অনুমোদন করা হয়। এখনো একজনকে শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করে দোষী সাব্যস্ত হলে একই শাস্তি কার্যকর হবে। শিক্ষার্থীদের আপিলের সুযোগ আছে। আপিল করলে সেটি নিয়ে আবার মিটিং ও সিদ্ধান্ত হবে।