১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার শিশুপুত্র শেখ রাসেলসহ সপরিবারে হত্যার প্রতিবাদ জানিয়েছেন নোবেলজয়ী শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। একই সঙ্গে বিশ্ববাসীর কাছে শিশু হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকায় সফররত কৈলাস সত্যার্থী ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে অনুভূতি প্রকাশের সময় এ আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
তিনি ১৫ আগস্টের খুনিদের শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি উপলক্ষে সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নিতে ঢাকায় এসেছেন কৈলাস সত্যার্থী। আগামীকাল শনিবার বিকেলে বাংলা একাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৪ খ্রিষ্টাব্দে শান্তিতে নোবেল জয় করেন কৈলাস সত্যার্থী। ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশে তার জন্ম। দুই দশক ধরে শিশুদের জন্য কাজ করা কৈলাস তার নোবেল পুরস্কারও উৎসর্গ করেছেন শিশুদের জন্য।