শেখ হাসিনার ওপর আস্থা ৮৬ শতাংশ মানুষের : রিসার্চ ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক |

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেশের ৮৬ শতাংশ মানুষের আস্থা আছে বলে এক জরিপে উঠে এসেছে। রোববার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনাল তাদের করা জরিপ থেকে এ তথ্য জানায়।

গত ৭ জানুয়ারি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি দেশবাসীকে তার ওপর আস্থা রাখতে বলেন। তার পরিপ্রেক্ষিতে ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এক বছরের কার্যক্রম’— শিরোনামে দেশব্যাপী জরিপ কার্যক্রম পরিচালনা করে রিসার্চ ইন্টারন্যাশনাল।

দৈবচয়ন পদ্ধতিতে করা জরিপে মোট ৮ হাজার ৩৯ জনকে মোবাইল ফোনে কল করা হয়। এদের মধ্যে ৫ হাজার ৪২৯ জন কল রিসিভ করেন। মতামত দেন ২ হাজার ২৬৬ জন অর্থাৎ ৪১ দশমিক ৭ শতাংশ। ৮০ শতাংশ উত্তরদাতা বলেছেন, বর্তমান সরকারের প্রথম এক বছর অতীতের তুলনায় ভালো।

মোট ৮৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখেন। আস্থাহীনতার কথা বলেছেন ৩ শতাংশ। কোনো মন্তব্য করেননি ১১ শতাংশ মানুষ। তার নেতৃত্বাধীন সরকার পরিচালনা বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৮৫ শতাংশ এবং অসন্তোষ প্রকাশ করেছেন ৩ শতাংশ উত্তরদাতা।

জরিপের ফলাফল উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন। গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয় কর্মকর্তা ও গবেষক কাজী আহমদ পারভেজ, এবং মো. মোশাররফ হোসেন।

জরিপে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে কার্যকরী বলে মত দেন ৩০ শতাংশ উত্তরদাতা। ২৮ শতাংশের মতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ১৬ শতাংশের মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ৯ শতাংশের মতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

৩৬ শতাংশের মতে ওবায়দুল কাদের সেরা মন্ত্রী। অন্যদিকে ২৯ শতাংশের মতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেরা মন্ত্রী।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬ শতাংশ উত্তরদাতা বিএনপির কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অসন্তুষ্টি প্রকাশ করেছেন ২৫ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে ৬৫ শতাংশ উত্তরদাতা বর্তমানে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে চাননি।

জাতীয় পার্টির ব্যাপারে উত্তরদাতারা আগ্রহ দেখাননি। উত্তরদাতাদের ৪৮ শতাংশ মনে করেন, দেশে একটি শক্তিশালী বিরোধীদল থাকা দরকার। ৩২ শতাংশ মনে করেন শক্তিশালী বিরোধীদল দরকার নেই। ২০ শতাংশ উত্তরদাতা মতামত দিতে রাজি হননি।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0074081420898438