রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ম্যুরালের উদ্বোধন ঘোষণা করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী।
এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজসহ অনেকে।
এ ম্যুলার নির্মাণে খরচ হয়েছে ৪ লাখ ১ হাজার টাকা। এ খরচের পুরোটাই বহন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
ম্যুলারের অর্থায়ন করায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
এরপর প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।